হোম > পরিবেশ

মিয়ানমারের ১ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে বাঁচাতে বাংলাদেশ ও মিয়ানমারের ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশেই ৩ লাখ। আর মিয়ানমারে ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ইতিমধ্যে সেন্ট মার্টিনে আঘাত হেনেছে। স্বাভাবিক অবস্থা থেকে সাগরের উচ্চতা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতিবেগও। মোখার প্রভাবে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, যার বেশির ভাগই মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যের।

বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, ‘জীবন বাঁচানোই এখন আমাদের প্রধান লক্ষ্য। মোখা আঘাত হানার আগেই প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।’

কক্সবাজার জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণকক্ষের হিসাবমতে, জেলার ৬৩৬টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বিভিন্ন হোটেল-মোটেল ও আত্মীয়স্বজনের বাড়িতে আরও ৬০ থেকে ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে কক্সবাজারে আশ্রয়শিবিরে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশেষ করে প্রায় ৫ লাখ শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ত্রাণকর্মীরা। তবে ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের অন্তত ১ লাখ মানুষকে গত সপ্তাহ থেকে নিরাপদ এলাকায় নেওয়া হয়েছে। দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি সশস্ত্র সংগঠন ও জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’