হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

জামিন পেলেন না আল্লু অর্জুন, মামলা তুলে নিতে চান মৃতার স্বামী

বিনোদন ডেস্ক

গ্রেপ্তারের পর মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। ছবি: সংগৃহীত

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, আল্লু অর্জুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও ২জন গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ৮ দিন পর আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে।

গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লুকে।

এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই।

এর আগে, বুধবার আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেছিলেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। তবে শুনানির আগেই আল্লুকে আজ গ্রেপ্তার করে পুলিশ।

পুষ্পা ২ সিনেমার প্রমোশনে আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

মামলা তুলে নিতে চান মৃতার স্বামী

আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তাঁর কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।’

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে