হোম > বিনোদন > গান

ব্যান্ড মিউজিক ফেস্টে তারুণ্যের উচ্ছ্বাস

বিনোদন প্রতিবেদক

আর্মি স্টেডিয়ামে আয়োজিত ব্যান্ড মিউজিক ফেস্টে আবারও ঢাকা মাতল তারুণ্যের উচ্ছ্বাসে। বিকেল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে জমে ওঠে উপচে পড়া ভিড়। দুপুর গড়িয়ে বিকেলে শুরু হয় কনসার্ট। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান দিয়ে মঞ্চে ওঠে ভাইকিংস। তাঁরা গেয়ে শোনায় আরও কয়েকটি গান।

এরপর একে একে মঞ্চ মাতায় ব্যান্ড পেন্টাগন, অবসকিউর, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, পাওয়ারসার্জ, রেনেসাঁ, দলছুট। আইয়ুব বাচ্চুর হাতে শুরু হওয়া ব্যান্ড মিউজিক ফেস্টে এভাবেই গানে গানে স্মরণ করা হয় রক তারকাকে। সব মিলিয়ে চলতি বছরের সবচেয়ে বড় আর সেরা কনসার্টটি উপভোগ করছেন উপস্থিত দর্শক শ্রোতারা।

৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নতুন করে সাজানো হয়েছে সেই আয়োজন।

চ্যানেল আইয়ের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে তারা ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে ঘোষণা করে। আর ডিসেম্বরের প্রথম শুক্রবার ব্যান্ড মিউজিক ফেস্ট আয়োজনের ঘোষণা দেয়। আজ আর্মি স্টেডিয়ামে চলছে ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২।

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর