বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে নতুন করে সুর করে সমালোচনার মুখে পড়েছেন অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। গানের বিকৃতির অভিযোগে এবার মুখ খুলেছে কাজী পরিবার, তাদের পক্ষ থেকেও করা হয়েছে সমালোচনা।
নজরুলের নাতি অনির্বাণ কাজী প্রতিবাদ করে জানিয়েছেন, ‘যে সৎ বিশ্বাসে গান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল, তার মর্যাদা রাখা হয়নি।’ প্রতিবাদে অনির্বাণ এখন চাইছেন, গানের ক্রেডিট থেকে তাঁর পরিবারের নাম মুছে ফেলা হোক।
অনির্বাণ বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে এ আর রহমানের মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারেন এবং এভাবে গানটিকে হত্যা করতে পারেন! প্রতিবাদ হিসাবে আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে ‘‘বিশেষ ধন্যবাদ’’-এ আমাদের পরিবারের নাম চাই না।’
ক্ষোভ উগরে দিয়ে এরপর অনির্বাণ বলেন, ‘এ আর রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানাতে চাই, তাঁকে কে অধিকার দিল গানটি বিকৃত করার? স্বত্ব দেওয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। কী রকম একটা করে দিয়েছে গানটাকে! একটা গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে।’