হোম > বিনোদন > গান

আশপাশের জায়গাটা আমার মতো নিরাপদ বানিয়ে নিয়েছি: কনা 

কনসার্ট, প্লেব্যাক ও নতুন গান নিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সারা বছরই। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। বিনোদনজগতে একজন নারী হিসেবে তিনি কতটা নিরাপদে কাজ করতে পারছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় কনার কাছে।

আজকের পত্রিকাকে কনা বলেন, ‘আসলে শুধু বিনোদন নয়, আমার কাছে মনে হয় সব জায়গা একই। আসলে নির্ভর করে আপনি কাদের সঙ্গে কাজ করছেন, আপনার আশপাশের মানুষ কারা। আমি আমার আশপাশের জায়গাটা আমার মতো করে নিরাপদ বানিয়ে নিয়েছি।’

কনা আরও বলেন, ‘দেখুন, কনসার্টের সময়ে মাসে একটানা ২০ দিনও ঢাকার বাইরে থাকতে হয়। আমার আশপাশের মানুষগুলো যদি আমার পাশে ভরসা হয়ে না থাকত, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতাম। তবে জীবনে কিছু কিছু দুর্ঘটনা বলে আসে না। সেগুলো মানুষের জীবনে হতেই পারে।’

কনা বর্তমানে ব্যস্ত আছেন কনসার্ট ও প্লেব্যাক নিয়ে। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন দুটি সিনেমার গানে। সামনের ঈদে আসছে কনার নতুন তিনটি গান।

দিলশাদ নাহার কনা ২০০০ সালে এন্ড্রু কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন। ২০০৬ সালে প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশ করেন কনা। ২০০৮ সালে জি সিরিজ থেকে ফুয়াদের সঙ্গে অ্যালবাম করার সুযোগ পান তিনি। ‘ফুয়াদ ফিচারিং কনা’ শিরোনামের অ্যালবামটি অনেক দর্শকপ্রিয়তা পায়। ২০১১ সালে ‘ধিন তা না’ গান প্রকাশের পর দর্শক-শ্রোতার প্রচুর ভালোবাসা পান কনা। এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চল ভিজি বৃষ্টিতে’, ‘রেশমি চুড়ি’ ও ‘শূন্য থেকে আসে প্রেম’।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল