হোম > বিনোদন > গান

গানের মানুষদের নতুন সংগঠন

বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড কোম্পানির মালিকদের নিয়ে আত্মপ্রকাশ করল গাজীপুর মিউজিক অ্যসোসিয়েশন। রবিবার গাজীপুর প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভসূচনা হলো।

রোববার সকালে গাজীপুর প্রেসক্লাবে সংগঠনটির পরিচিতি সভা ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথি প্রখ্যাত অভিনেতা আহমেদ রুবেল ও বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, হোসনে আরা পুতুল ও তৌহিদুল ইসলাম দীপ উপস্থিত ছিলেন। সভাপতি ইফতেখার শিশির ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অভিনেতা আহমেদ রুবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘করোনার পর সংগীত জগতে যে মন্দাভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার শারমিন জাহান বলেন, ‘গাজীপুরে এ ধরনের একটি সংগঠন অনেক আগেই দরকার ছিল।’

অনুষ্ঠানের গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ইফতেখার শিশির বলেন, ‘সংগীতশিল্পীদের মাদক নির্ভরশীলতা থেকে রক্ষা করা, দুস্থ অসহায় শিল্পীদের সহায়তা এবং যেকোনো বিপদ-আপদে সবার পাশে থাকবে এই সংগঠন।’

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন