হোম > বিনোদন > হলিউড

অস্কারে সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার

অস্কারের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘দ্য হোয়েল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন ‘এলভিস’ ছবির অভিনেতা অস্টিন বাটলার, ‘দ্য বানসিস অব ইনসেরিন;-এর কলিন ফেরাল, ‘দ্য হোয়েল’-এর ব্রেন্ডন ফ্রেসার, ‘আফটারসান’ ছবির পল মেসকাল এবং ‘লিভিং’-এর বিল নাইগি।

‘দ্য হোয়েল’ সিনেমায় ফ্রেজার অভিনয় করেছেন ইংরেজি শিক্ষক চার্লি চরিত্রে। ৬০০ পাউন্ড ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই ছিল যাঁর ভরসা। সিনেমাটি স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো সিনেমায় প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছিল। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো অভিনেতাকে। 

এ ছাড়া অস্কারের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়ো। চলচ্চিত্রটি মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল। 

অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

বিয়ের গুঞ্জনের মধ্যেই টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্কচ্ছেদের খবর