অস্কারের মঞ্চে চড়কাণ্ড ঘটানোর পর এতদিন জনসম্মুখে দেখা যায়নি উইল স্মিথকে। সম্প্রতি তাঁর দেখা মিলল। শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন স্মিথ। উইল স্মিথের ভারত সফরের কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ারপোর্টে অভিনেতার সঙ্গে একজন ধর্মীয় নেতাকে দেখা গেছে। একে-অপরের সাথে কথা বলছিলেন আর হাসছিলেন।
মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, ভক্তদের সাথে ছবিও তুললেন উইল স্মিথ। এর আগেও অনেকবার ভারতে এসেছিলেন স্মিথ। বেনারসের গঙ্গা আরতির ধর্মীয় নেতা সাধগুরুর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তিনি।
হলিউড সম্পর্কিত পড়ুন: