‘জোকার’-ভক্তদের জন্য সুখবর। ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো এই সিনেমার সিক্যুয়াল আসছে এবার। সিনেমার ক্লাইমেক্সের মতোই হঠাৎ এল ঘোষণা। জোকার-ভক্তদের চমকে দিলেন পরিচালক টড ফিলিপস নিজেই।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার টড ফিলিপস তাঁর ইনস্টাগ্রামে সিনেমার পাণ্ডুলিপির একটি ছবি শেয়ার করেছেন। লাল রঙের সেই পাণ্ডুলিপির কাভারের ওপর কালো রঙে লেখা ‘জোকার: ফোলি আ ডিউক্স’। আরেকটি ছবিতে দেখা যায়, সিনেমাটির চিত্রনাট্য পড়ছেন জোকার-খ্যাত অভিনেতা ওয়াকিন ফিনিক্স। এবারও যে তিনি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
জোকার ছবির গল্পে দেখানো হয় আশির দশকের ঘটনা। আর্থার ফ্লেক নামের ব্যর্থ এক কমেডিয়ান সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। জোকার চরিত্রটির মধ্য দিয়ে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কষ্ট ও দুর্দশা ফুটিয়ে তোলেন নির্মাতা।
বিনোদন সম্পর্কিত পড়ুন: