হোম > বিনোদন > সিনেমা

ছুরিকাঘাতে সস্ত্রীক খুন কিংবদন্তি ইরানি নির্মাতা দারিউশ

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুই ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অজ্ঞাত হামলাকারীরা ছুরিকাঘাতে তাঁদের হত্যা করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি বলেন, ‘মেহরজুই ও তাঁর স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের গলায় ছুরির আঘাত ছিল।’

ফাজেলি আরও বলেন, ‘মেহেরজুইয়ের মেয়ে মোনা মেহেরজুই গতকাল শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে উপশহরের বাড়িতে তাঁর বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।’

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ তদন্ত করছে এবং এখনো কোনো কারণ অনুমান করা যায়নি। যদিও দারিউশের স্ত্রী বেশ কয়েক দিন যাবৎ হুমকির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন।

ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অগ্রনায়কদের একজন দারিউশ মেহেরজুই। তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য কাউ’ এই আন্দোলনের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যাতে মাসুদ কিমিয়াই, নাসের তাকভাইও ছিলেন। এ ছাড়া নির্মাতার লেইলা, হামোউন, দ্য টেন্যান্টস ও দ্য পিয়ার ট্রি চলচ্চিত্র উল্লেখযোগ্য।


১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিশেল, ২০০৪ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ক্রিস্টাল সিমোরগ, আন্তর্জাতিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ১৯৯৩-সহ ৪৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি