হোম > বিনোদন > সিনেমা

পালাতে হল নারী পরিচালককে

তালেবানদের দখলে আফগানিস্তান। আইএস-এর ধারাবাহিক বোমা বিস্ফোরণে রক্তস্নাত কাবুল। নতুনকরে তালেবানদের শাসনে সবথেকে ভীত-সন্ত্রস্ত সেই দেশের নারী ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচতে চাইছেন সকলে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগান তরুণ নারী চিত্র পরিচালক রোয়া হায়দারি। দেশ ছেড়েই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন তিনি।

নিজের একটি ছবি টুইট করে রোয়া হায়দারি লেখেন, ‘আমি আমার গোটা জীবনটা ছেড়ে চলে এলাম। আরও একবার আমার মাতৃভূমি ছাড়তে বাধ্য হলাম। আরও একবার শূন্য থেকে শুরু করতে হবে আমাকে। আমি কেবল আমার ক্যামেরা এবং একটি মৃত আত্মা নিয়ে সমুদ্র পাড় করেছি। ভারী হৃদয় নিয়ে, বিদায় মাতৃভূমি। ফের দেখা না হওয়া পর্যন্ত তোমাকে প্রতিদিন মিস করবো।

পাঁচদিন আগেই কাবুল ছেড়ে ফ্রান্সে পাড়ি দেন রোয়া হায়দারি। এরপরই বৃহস্পতিবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর। কাবুলের ব্যারন হোটেলের সামনেও হয় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। এদিকে তালেবানদের উপরে বিশ্বাস করতে নারাজ আফগানিস্তানের মানুষ।

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা