হোম > বিনোদন > সিনেমা

শাকিবের ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটিতে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তাণ্ডব সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা। এর মধ্যে ‘উৎসব’ এখনও চলছে সিনেপ্লেক্সে। বাকিগুলোর প্রেক্ষাগৃহ যাত্রা শেষ হয়েছে বেশ আগেই। এবার ওটিটিতে মুক্তির পালা।

বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ গত ২৪ জুলাই বিঞ্জে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। এবার এল ঈদের আরেকটি আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর ওটিটি মুক্তির ঘোষণা।

শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।

তাণ্ডব সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ওটিটিতে তান্ডব মুক্তি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ—সব কিছুতে নতুনত্ব রাখার। আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক সিনেমাটি উপভোগ করেছে। এবার ওটিটির মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি, আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাব।’

তাণ্ডবে শাকিব খানের নায়িকা হয়েছেন সাবিলা নূর। এটাই অভিনেত্রীর প্রথম বাণিজ্যিক সিনেমা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও আছেন তারিক আনাম খান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ। বাংলা চলচ্চিত্রের আরও দুই জনপ্রিয় নায়ক আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও রয়েছে তাণ্ডবে।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি