অ্যাডভেঞ্চার আর অ্যাকশনের অপর নাম জেমস বন্ড। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই চরিত্রটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। পর্দার ‘জেমস বন্ড’ যেমন সাহসী, তেমনি চৌকস। হাতের মুঠোয় জীবন নিয়ে খেলতে জানে, মৃত্যুর দুয়ারে টোকা মেরে বিজয় ছিনিয়ে আনে। আর সে কারণেই শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ অবধি জেমস বন্ডের যেকোনো নতুন ছবির জন্য সমগ্র পৃথিবীর দর্শক অপেক্ষায় থাকেন। এখনো আছেন। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ডের নতুন গল্প ‘নো টাইম টু ডাই’। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে একযোগে মুক্তি দেওয়া হবে। বরাবরের মতো এবারও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করেছে স্টার সিনেপ্লেক্স। সব ঠিক থাকলে ৮ অক্টোবরেই বাংলাদেশের হলে আসছে জেমস বন্ড।
জেমস বন্ড সিরিজের নতুন এই ছবিটি মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। করোনার কারণে বেশ কয়েকবার ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রযোজকেরা।
রকম হিসাব কষতে শুরু করে দিয়েছেন ভক্তরা। দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে পরের বন্ড হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ সুন্দরী। নাম
হলিউড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ছবিটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। এর আগে এই সিরিজের নির্মাতা ছিলেন ড্যানি বয়েল।
গল্পে পুরোনো এক বন্ধু সহযোগিতা চাইতে যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড। কিন্তু মিশনে বাধা হয়ে দাঁড়ায় রামি মালেক, যার কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যায়। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবারের বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস।