হোম > বিনোদন > সিনেমা

আবারও ঢাকাই সিনেমায় মিঠুন

আবারও ঢাকাই সিনেমায় অভিনয় করবেন বলিউড ও টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘হিরো’ নামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে তথ্যটি নিশ্চিত করেছেন আবদুল্লাহ জহির বাবু।

জহির বাবু বলেন, ‘গল্পটি লেখার পর মনে হয়েছে চরিত্রটি মিঠুন চক্রবর্তীর জন্য। নির্মাতার সঙ্গে আলাপ করার পরে তিনি একমত হন। এ কারণে মিঠুন চক্রবর্তীকে সিনেমাটির গল্প শোনাতে কলকাতা এসেছি। আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। তাঁর মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে। আমার লেখকজীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন।’

মিঠুন শিডিউল বের করলেই তাঁর সঙ্গে লিখিত চুক্তি হবে। এ প্রসঙ্গে জহির বাবু বলেন, ‘সিনেমাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। তিনি (মিঠুন চক্রবর্তী) গল্প শুনে মৌখিক সম্মতি জানিয়েছেন। এখনো লিখিত চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন তাঁর শিডিউল চেক করে দ্রুতই সময় দেবেন এই সিনেমার জন্য।’

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি