নির্মাতা জীবন শাহাদাৎ অনেকদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। সম্প্রতি নচিকেতা চক্রবর্তীর গান ‘একদিন ঝড় থেমে যাবে’ অবলম্বনে ‘ছাদবাগান’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন তিনি। কয়েকদিন আগে কলকাতা গিয়ে নচিকেতাকে ছবিটি দেখিয়েছেন জীবন। জানিয়েছেন, নচিকেতা ভীষণ পছন্দ করেছেন কাজটি।
এবার কলকাতা থেকে আরেকটি খবর দিলেন জীবন শাহাদাৎ। কলকাতার লেখক শীর্ষেন্দু মুখার্জির উপন্যাস ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ অবলম্বনে সিনেমা বানাবেন তিনি। ইতিমধ্যে লেখকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।
জীবন শাহাদাৎ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব পেয়ে আমি সম্মানিত অনুভব করছি। তাঁর মতো একজন মানুষের দর্শন নিয়ে কাজ করতে পারাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে।’
‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের সিরাজ’ উপন্যাসটি সম্পর্কে লেখক শীর্ষেন্দু মুখার্জি জানান, এটি কোনো ইতিহাসের বই নয়। ইতিহাস আশ্রিত কাল্পনিক রচনা এটি। বাংলার নবাব সিরাউদ্দৌলার অশরীরী অবয়বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শরীরী অবয়বের যুগান্তকারী সহাবস্থানের এক কল্পনাময় কাহিনি।
নির্মাতা জীবন শাহাদাৎ জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ছবিটির কিছু অংশের শুটিং হবে ভারতের মুর্শিদাবাদে। আর বাকি কাজ হবে বাংলাদেশে। তবে কারা অভিনয় করবেন এ ছবিতে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা বলেন, ‘চিত্রনাট্য তৈরির পর ছবির কাস্টিং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’