হোম > বিনোদন > সিনেমা

মারা গেছেন অভিনেত্রী তানিন সুবহা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তানিন সুবহা; ছবি: সংগৃহীত

ফেরানো গেল না অভিনেত্রী তানিন সুবহাকে। টানা ৯ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

২ জুন সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করলে বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে মধ্যরাতেই ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। এরপর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি সুবহার।

মস্তিস্ক কাজ না করায় গত রোববার সুবহাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রোববার বিকেলে ছড়িয়ে পড়ে অভিনেত্রীর মৃত্যুর খবর। তবে হাসপাতালে অবস্থান করা রুমানা ইসলাম মুক্তি জানান, মস্তিস্ক কাজ না করলেও হার্টবিট সচল আছে সুবহার। অবশেষে অভিনেত্রীর স্বামীর অনুমতি সাপেক্ষে আজ সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাদারীপুরে অভিনেত্রীর গ্রামের বাড়িতে দাফন করা হবে তাঁকে।

দীর্ঘদিন শোবিজে কাজ করেছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে। এরপর ছোট পর্দার পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। তাঁর প্রথম সিনেমার নাম ‘মাটির পরী’।

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ