হোম > বিনোদন > সিনেমা

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’র গানের রেকর্ডিং

প্রথম লটের শুটিং শেষে এবার ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবির গানের রেকর্ডিংয়ে মন দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। গতকাল দুটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। একটি গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও অনন্যা আচার্য। অন্যটি গেয়েছেন বাউলশিল্পী শফি মণ্ডল। আজম বাবুর সুর-সংগীতে চ্যানেল আইয়ের স্টুডিওতে ছবির গানে কণ্ঠ দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আরিফ।

নির্মাতা গুলজার বলেন, ‘শফি মণ্ডলের গায়কি নিয়ে তো কোনো কথা নেই। চমৎকার গেয়েছেন। পুলক-অনন্যাও দারুণ গেয়েছেন। এই দুই তরুণ-তরুণীর কণ্ঠমাধুর্যে আমি মুগ্ধ।’

নির্মাতা জানান, ছবিতে চারটি গান থাকবে। একটি গানের রেকর্ডিং আগেই করা হয়েছে। ওই গানে কণ্ঠ দিয়েছেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত শিল্পী ফাইরুজ মালিহা। আরেকটি গান গাইবেন কিরণ চন্দ্র রায়। সব গানের সুর-সংগীত করেছেন আজম বাবু।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ছবিতে বঙ্গবন্ধুর ছেলেবেলার চরিত্রে অভিনয় করছেন বৃন্দাবন দাস-শাহনাজ খুশি দম্পতির সন্তান সৌম্য জ্যোতি। আরও থাকছেন নিরব, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী প্রমুখ।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ