হোম > বিনোদন > সিনেমা

ঋতুপর্ণা হঠাৎ কেন ঢাকায়

আজ শনিবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুরের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। হঠাৎ করে ঢাকায় উড়ে আসার উপলক্ষ তাঁর নতুন সিনেমা ‘স্পর্শ’। আজ সন্ধ্যায় যৌথ প্রযোজনার সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নিতেই ঢাকায় আসেন তিনি।

সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে সিনেমাটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হবে। এর আগে কলকাতায় দৃশ্যধারণের মাধ্যমে সিনেমাটির নির্মাণ শুরু হয়।

‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। ঋতুপর্ণার পাশাপাশি এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের খরাজ মুখার্জি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। এতে সহ অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এই সিনেমা ওই বছরই শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে। এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা। বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কলকাতার এই অভিনেত্রী।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি