হোম > বিনোদন > সিনেমা

নতুন পথে হাঁটছেন অভিনেত্রী রুহি

মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি গত কয়েক বছর ধরে থাকেন লন্ডনে। সেখানেই তাঁর ঘর-সংসার। ২০১৪ সালে নির্মাতা মুনসুর আলীকে বিয়ে করে লন্ডনে চলে যান রুহি। তাঁদের সংসার এখন আলোকিত করছে দুই সন্তান।

এর আগে দেশের মিডিয়ায় বেশ পরিচিত ছিলেন রুহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে চলচ্চিত্রেও নাম করেছিলেন। ‘জিরো ডিগ্রি’, ‘৭১-এর সংগ্রাম’, ‘গ্ল্যামার’ ছবিগুলো রুহিকে দিয়েছিল শক্ত অবস্থান। কিছুদিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন রুহি। এবার তাঁর ঢাকায় আসার পেছনে ঘোরাঘুরি ছাড়াও অন্য উদ্দেশ্য আছে।

রুহি আবার ফিরছেন অভিনয়ে। এর চেয়েও বড় খবর, তিনি শুধু অভিনেত্রী হিসেবে নয়, ফিরবেন নতুন পরিচয়েও। ছবি বানাবেন তিনি। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ। ছবির নাম ‘শুকতারার বিলেত ভ্রমণ’। পরিচালনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রুহি। তিনি বলেন, ‘আমি পরিচালনায় আসতেই চেয়েছিলাম। গত বছর কিছু কাজ করেছিলাম লন্ডনে। ওখানে আমি একটা টিমও সাজিয়ে নিয়েছি। ঢাকা থেকেই কাজটা শুরু হবে। বাকি কাজ করব লন্ডনে।’

আগামী অক্টোবর পর্যন্ত দেশে থাকবেন রুহি। এর মধ্যে ছবির যাবতীয় প্রস্তুতি শেষ করবেন। রুহি বলেন, ‘অনেক কিছু তো দেখলাম। অনেকই তো কাজশূন্য হয়ে পড়ছে। অনেক ধরনের হতাশার গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমি বিষয়টিকে এভাবে দেখছি না। আমি দেখছি ইতিবাচকভাবে। আমার মনে হচ্ছে, যে জিনিসগুলোর অভাবের কথা সবাই বলছেন, গল্পের অভাব, ভালো কাজের অভাব ইত্যাদি। এ ছাড়া আমার নিজেরও তো পর্যবেক্ষণ আছে। সে জায়গা থেকে মনে হয়েছে, আমার এ ধরনের গল্প করা উচিত।’

সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হবে রুহির পরিচালনায় ‘শুকতারার বিলেত ভ্রমণ’ ছবির শুটিং। বাংলাদেশ ও লন্ডনের একঝাঁক অভিনয়শিল্পী থাকবেন এতে। অভিনেতাদের লুক টেস্ট চলছে। রুহি বলেন, ‘এখন আসলে একদম প্রাইমারি লেভেলের কাজ চলছে। কিছু শুটও করে নিয়েছি। এবার ঢাকায় আসার কারণও এটা, কাজগুলো গুছিয়ে নেওয়া। সবকিছু মিলিয়ে আমি কাজে ফেরার জন্য তৈরি হচ্ছি।’

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ