মানবিকতা আর ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কেবিন নম্বর ২২’। অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও প্রিয়াঙ্কা জামান। ছবিতে তাঁদের দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। ‘কেবিন নম্বর ২২’ বানিয়েছেন আউয়াল চৌধুরী।
নির্মাতা জানান, সমাজে অনেক বাবা-মা আছেন, যাঁরা শেষ বয়সে সন্তানদের অবহেলার শিকার হন। অনেকেরই শেষ দিনগুলো কাটে হাসপাতালের বিছানায়। নিজের সন্তানের চেয়ে ভালো সম্পর্ক গড়ে ওঠে চিকিৎসকদের সঙ্গে। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কেবিন নম্বর ২২’ তৈরি হয়েছে এমন এক গল্পের ওপর ভিত্তি করে।
জয় চৌধুরী বলেন, ‘এটি মানবিক গল্প। রোগীর সেবা করতে গিয়ে একজন চিকিৎসক কতটা আপন হয়ে ওঠেন, কারও মৃত্যুতে তাঁদের মধ্যেও যে কতটা হাহাকার তৈরি হয়, সেটি তুলে ধরা হয়েছে।’
প্রিয়াঙ্কা জামান বলেন, ‘এই খারাপ সময়েও চিকিৎসকেরা যেভাবে মানুষের পাশে রয়েছেন, নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন, বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। ছবিটি মানুষের সেই বোধ জাগিয়ে তুলবে।’
‘কেবিন নম্বর ২২’ প্রকাশ পাবে স্বদেশ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।