হোম > বিনোদন > সিনেমা

অনুদানের সাত বছর পর ‘দায়মুক্তি’র মুক্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাইমন সাদিক ও সুম্মি রহমান। ছবি: সংগৃহীত

সরকারি অনুদান পাওয়ার পর এক বছরের মধ্যে সিনেমা মুক্তি দেওয়ার নির্দেশনা থাকে। কিন্তু সময়মতো অনুদান পেলেও বেশির ভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে সিনেমা মুক্তি দিতে ব্যর্থ হন অনেক নির্মাতা। ২০১৭ সালে অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’। অনুদানের সাত বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দায়মুক্তি সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সহপ্রযোজক জসিম উদ্দিন।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায়মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

দায়মুক্তি নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

‘দায়মুক্তি’ সিনেমায় দিলারা জামান ও আবুল হায়াত। ছবি: সংগৃহীত

আবুল হায়াত বলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’

দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।’

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি