হোম > বিনোদন > সিনেমা

‘কবি’র পর আবার রাজের নায়িকা ইধিকা পাল

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার পর বাংলাদেশে গ্রহণযোগ্যতা বেড়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ ধারাবাহিকতায় বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘কবি’ নামের এ সিনেমার শুটিং এরই মধ্যে সিংহভাগ শেষ হয়েছে। বানাচ্ছেন হাসিবুর রেজা কল্লোল। এতে ইধিকার নায়ক শরিফুল রাজ। ঈদুল আজহায় সিনেমাটি আসার কথা ছিল, কিন্তু শুটিং শেষ না হওয়ায় পিছিয়েছে কবির মুক্তি। এরই মধ্যে রাজ-ইধিকা জুটিকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক আরশাদ আদনান।

গত সোমবার নিজের জন্মদিনে প্রযোজক আদনান ‘সাহেব’ নামের এ সিনেমার খবর জানান। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। আদনান জানান, সাহেব সিনেমার সঙ্গে প্রিয়তমার পুরো ইউনিট কাজ করবে। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। শুধু থাকছেন না শাকিব খান। সাইফ চন্দনের সহকারী হিসেবে এতে কাজ করবেন হিমেল আশরাফ। অ্যাকশনধর্মী গল্পের সিনেমা সাহেবের শুটিং শুরু হবে শিগগিরই। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটির কাজ।

এর আগে শোনা গিয়েছিল, সাহেব সিনেমায় শাকিব খানের অভিনয়ের কথা। তবে প্রযোজক জানিয়েছেন, শাকিবকে নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে। এখন গল্প নিয়ে কাজ চলছে। শেষ হলে তাঁকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হবে।

এদিকে, ‘বরবাদ’ নামের আরেকটি সিনেমায় ইধিকা পালের অভিনয়ের খবর শোনা গেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এ সিনেমায় শাকিব হবেন ইধিকার নায়ক। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি