নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার প্রথমবারের মতো ছবি বানাচ্ছেন। ছবির নাম ‘মা’। চলতি মাসের শুরুতে খবরটি জানিয়েছিলেন নির্মাতা। ‘আমাদের নুরুল হুদা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক ও একক নাটক দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন অরণ্য আনোয়ার। এবার শুরু করেছেন চলচ্চিত্র নির্মাণ। ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি।
পরীমণি এখন ব্যস্ত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে। তাঁর হাতে রয়েছে ‘প্রীতিলতা’সহ একাধিক ছবি। তাই ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও জানুয়ারির আগে এর কাজ শুরু করতে পারবেন না তিনি। তাই কাজ এগিয়ে নেওয়ার জন্য পরীমণিকে রেখেই আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির শুটিং।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘জানুয়ারি থেকে শুটিংয়ে যুক্ত হবেন পরীমণি। আমরা প্রথম লটের শুটিংয়ে ছবির অন্যান্য অংশের কাজ এগিয়ে নিচ্ছি। শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় ক্যামেরা ওপেন হবে।’