হোম > বিনোদন > সিনেমা

নতুন সিনেমার শুটিংয়ে ফিরলেন শুভশ্রী

গত বছরের সেপ্টেম্বরে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান। আগামী মাসেই ছেলে ইউভানের বয়স হবে এক বছর। মা হওয়ার পর শুভশ্রী কাজে ফিরেছিলেন টিভি রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এই শো-এর বিচারক তিনি।

কিন্তু টিভি পর্দায় শো করে তো আর শুভশ্রীর মন ভরে না। তিনি বড় পর্দার তারকা। সিনেমার সেটে ফিরতে না পারলে মন খারাপ হয়। ছেলে ইউভানের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই তাই মা শুভশ্রী ফিরলেন সিনেমার সেটে। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলার ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে শুভশ্রীর নায়ক হয়েছেন অঙ্কুশ হাজরা। শুভশ্রী যে শো-এ বিচারক হয়েছেন, সেই ‘ডান্স বাংলা ডান্স’-এর উপস্থাপকের দায়িত্বে আছেন অঙ্কুশ।

করোনাকালের আগেই এই ছবির বেশির ভাগ অংশের শুটিং সেরে ফেলেছিলেন তাঁরা। করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে ঘোষিত লকডাউনে গত বছর মার্চে থমকে যায় ছবির শুটিং। এরপর একদিকে করোনা, অন্যদিকে শুভশ্রীর প্রেগনেন্সি–পরিচালক বাবা যাদবকে সামলাতে হয়েছে দুটোই। অবশেষে বহু জল ঘোলা করে আবারও শুটিংয়ের শিডিউল ফেলা হয়েছে। গতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। এতে শুভশ্রী-অঙ্কুশ দুজনেই অংশ নিয়েছেন। শুটিং শুরু হলেও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানিয়ে রাখা ভালো, অঙ্কুশ-শুভশ্রী জুটির এটা দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার পর্দায় দেখা দিয়েছিলেন তাঁরা।

অনেক দিন পর ছবির শুটিং, তাই নায়ক-নায়িকা দুজনেই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে দুজনেই পোস্ট করেছেন শুটিংয়ের জন্য রেডি হওয়ার ভিডিও। অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘করোনার ধাক্কায় আড়াই বছর পর একটা ছবির শুটিং আবার শুরু হচ্ছে।’

ছেলে ইউভান জন্মের পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্রলের শিকার হয়েছেন তিনি। গত চার মাসে জিম, যোগব্যায়াম আর ডায়েট করে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কদিন আগেই ফটোশুটে তাক লাগিয়েছেন। সেখান থেকে এবার সিনেমার শুটিংয়ে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা