একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও প্রযোজক চাষী নজরুল ইসলামের স্মৃতিমাখা জিনিসপত্রের জায়গা হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আজ ২৩ নভেম্বর নির্মাতার বড় মেয়ে আন্নি ইসলাম বাবার স্মৃতি সংরক্ষণের জন্য চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে তুলে দেন।
এখন থেকে চাষী নজরুল ইসলামের এসক পদক, ছবি ও পাণ্ডুলিপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম মিউজিয়াম, ফিল্ম ভল্ট ও লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে।