হোম > বিনোদন > সিনেমা

নায়িকাদের জন্য গিনেস বুকে নাম লেখাবেন রুবেল

১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ যাত্রায় এখন পর্যন্ত ৯৭ জন নায়িকার নায়ক হয়েছেন তিনি। রুবেলের জানামতে, এত নায়িকার সঙ্গে অভিনয় করার উদাহরণ আর নেই। তাঁর ক্যারিয়ারে এটি অন্যতম একটা রেকর্ড।

তালিকায় আর মাত্র তিনজন নায়িকা যুক্ত হলেই সংখ্যাটি দাঁড়াবে ১০০-তে। চিত্রনায়ক রুবেলের ইচ্ছা, সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। রুবেল বলছেন, ‘কোনো নায়ক ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছেন—এটা শুনিনি। কোনো রেকর্ডের স্বীকৃতির জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা দেখবে, আদৌ আমি ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছি কি না। আর অন্য কেউ এর আগে এমন রেকর্ড করেছে কি না। আর মাত্র তিনজন নায়িকার সঙ্গে অভিনয়ের পরই আমি আবেদন করব।’

তবে কী উপায়ে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়, প্রক্রিয়াটি সম্পর্কে ভালোভাবে অবগত নন রুবেল। তিনি উপায় খুঁজছেন। বলছেন, ‘কেউ আমাকে এ ব্যাপারে সাহায্য করলে বিষয়টি সহজ হবে।’ তাঁর হাতে এখন চারটি সিনেমা আছে। সব কটির কাজই প্রায় শেষের দিকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাগুলোর শুটিং শেষ করবেন। তারপর জোর দেবেন সহ-অভিনেত্রীর সংখ্যা ৯৭ থেকে ১০০ পূরণ করার দিকে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা