১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন চিত্রনায়ক রুবেল। ৩৫ বছরের অভিনয়জীবন তাঁর। এই দীর্ঘ যাত্রায় এখন পর্যন্ত ৯৭ জন নায়িকার নায়ক হয়েছেন তিনি। রুবেলের জানামতে, এত নায়িকার সঙ্গে অভিনয় করার উদাহরণ আর নেই। তাঁর ক্যারিয়ারে এটি অন্যতম একটা রেকর্ড।
তালিকায় আর মাত্র তিনজন নায়িকা যুক্ত হলেই সংখ্যাটি দাঁড়াবে ১০০-তে। চিত্রনায়ক রুবেলের ইচ্ছা, সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। রুবেল বলছেন, ‘কোনো নায়ক ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছেন—এটা শুনিনি। কোনো রেকর্ডের স্বীকৃতির জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা দেখবে, আদৌ আমি ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছি কি না। আর অন্য কেউ এর আগে এমন রেকর্ড করেছে কি না। আর মাত্র তিনজন নায়িকার সঙ্গে অভিনয়ের পরই আমি আবেদন করব।’