২০১৬ সালের কথা। নির্মাতা শফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে প্রথম হাজির হন পরীমণি। এরপর একই পরিচালকের দুটি ছবি ‘বাহাদুরি’ ও ‘শত্রুতা’য় কাজ করেন পরী। এতদিন অনিশ্চয়তায় থাকার পর 'শত্রুতা' ছবিটি অবশেষে আলোর মুখ দেখতে চলেছে।
নির্মাতা শফিক হাসান জানিয়েছেন, ‘শত্রুতা’র শুটিং-ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা পড়বে। ৫ নভেম্বর সারাদেশের সিনেমা হলে ‘শত্রুতা’ দেখানোর উদ্দেশে তোড়জোড় শুরু করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এস এম টেলিমিডিয়া।
কী নিয়ে এ ছবির গল্প? কাদের সঙ্গে এত 'শত্রুতা'? পরিচালক শফিক হাসান বললেন, ‘এই ছবির গল্প পরীমনির বাস্তব জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়। দেখা যাবে, কোনো একটি ঘটনায় ভিকটিম হয়ে তিনি জেলে গেছেন, আবার বীরের বেশে ফিরেছেন জীবনে। তার পর থেকে একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর হাতে।’