মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের অন্যদের অসুস্থতার খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার জানা গেল তারা কোভিড আক্রান্ত হয়েছেন।
ওমর সানী আগেই জানিয়েছিলেন, তাদের কোভিডের উপসর্গ রয়েছে, পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে ওমর সানী ছাড়া নববধূসহ পরিবারের অন্যদের রিপোর্ট পজিটিভ এসেছে।
ওমর সানী-মৌসুমী দম্পতির ফেলে ফারদীন ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে হয়। বিয়ে উপলক্ষে তারা ঘরোয়া অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই করোনা সংক্রমণ ঘটেছে বলে ধারণা করছেন এই তারকা পরিবার।