হোম > বিনোদন > সিনেমা

অনুদানের সিনেমায় সুবর্ণা মজুমদার

সুবর্ণা মজুমদার। ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন টিভি অভিনেত্রী সুবর্ণা মজুমদার। কিন্তু প্রায় ৫০ ভাগ শুটিং শেষে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। প্রথম সিনেমায় এমন ঘটনার মুখোমুখি হয়ে কষ্ট পেলেও মনোবল হারাননি সুবর্ণা। এরপর তিনি অভিনয় করেছেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ এবং এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমায়। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে অনাবৃত।

এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন সুবর্ণা। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সিনেমার নাম ‘সনাতন’। নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা চরিত্রে।

সুবর্ণা মজুমদার বলেন, ‘শুরু থেকেই চেষ্টা করেছি সংখ্যায় কম হলেও ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। অনাবৃত ও জলকিরণ সিনেমা দুটির গল্প আমার ভালো লেগেছে। সনাতনের গল্পটাও দারুণ। এর মাধ্যমে প্রথমবার কোনো অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করছি, সিনেমাগুলো আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।’

টেলিভিশনেও প্রচারিত হচ্ছে সুবর্ণা অভিনীত কয়েকটা ধারাবাহিক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘বনবাসে রহিম রূপবান’ ও ‘দক্ষিণের সমীকরণ’। বনবাসে রহিম রূপবানে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন। দক্ষিণের সমীকরণে করছেন মিলা চরিত্র। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’ নাটকে সুবর্ণা অভিনয় করছেন জারা চরিত্রে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা