একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ অসংখ্য নাটক লিখেছেন। মঞ্চনাটক নিয়ে একাধিক বই আছে তাঁর। পত্রিকায় কলাম লিখেছেন দীর্ঘদিন। এবার তিনি মন দিয়েছেন আত্মজীবনী লেখায়।
মামুনুর রশীদের কলমে উঠে আসবে তাঁর শৈশব, কৈশোর, স্কুলজীবন, কলেজজীবন, ঢাকায় পড়তে আসা, মুক্তিযুদ্ধ, নাটকের সঙ্গে জড়িয়ে পড়া, আরণ্যক নাট্যদল প্রতিষ্ঠা করা—এসব স্মৃতি। মামুনুর রশীদ জানিয়েছেন, করোনা মহামারি আসার পর থেকেই আত্মজীবনী লেখায় হাত দিয়েছেন তিনি।