হোম > বিনোদন > সিনেমা

‘সুড়ঙ্গ’কে শুভকামনা জানালেন তারকারা

‘সুড়ঙ্গ’ যে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে, তাতে কোনো দ্বিধা নেই। দুই দিন আগে মুক্তি পেয়েছে সুড়ঙ্গের ফোরটেস্ট। ফোরটেস্ট মুক্তির পর থেকেই সাধারণ ভক্ত থেকে শুরু করে দেশের তারকা, অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছে পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন শুভেচ্ছা।

জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে আফরান নিশোর সম্পর্কটা বন্ধুত্বের। তবে ছোটপর্দায় একে অপরকে টক্করও দিয়েছেন নিজেদের কাজ দিয়ে। সেই দীর্ঘদিনের বন্ধু অপূর্ব ভুলে যাননি নিশোকে শুভকামনা জানাতে। অপূর্ব নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে ফোরটেস্ট ভিডিওটি আপলোড করে লিখেছেন ‘বেস্ট অব লাক’।

এই ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত সাইবার ক্রাইমধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম পরিচালক রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে, অপেক্ষার তর সইছে না।’

রাফীর পোস্ট শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিমও। লিখেছেন, ‘অপেক্ষা, অনেক শুভকামনা’।

পিছিয়ে নেই মেহজাবীন চৌধুরীও। অসংখ্য নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবীন। তিনি নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’

‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ফোরটেস্ট আপলোড করেছেন তানজিন তিশা। 

বাড়তি পাওনা হলো ওপার বাংলার পরিচিত পরিচালক সৃজিত মুখার্জিকে। তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গের পুরো টিমকে জানিয়েছেন শুভকামনা।

সাবিলা নূর, সায়মন সাদিক, ইরফান সাজ্জাদ, আবরার আতহার, সামিরা খান মাহি—কে নেই এই তালিকায়।

মাত্র ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও, যেটাকে বলা হচ্ছে ফোরটেস্ট। রায়হান রাফী পরিচালিত সিনেমা সুড়ঙ্গের ফোরটেস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’