হোম > বিনোদন > সিনেমা

ডিসেম্বরে আসছে আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’

ছয় বছর আগে সরকারি অনুদান পেয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৬ সালে শুটিং শুরু হলেও নানা জটিলতায় এতদিন আটকে ছিল ছবিটি। অবশেষে ‘লাল মোরগের ঝুঁটি’র যাবতীয় কাজ শেষ করে গত মাসেই ছবিটি সেন্সরে জমা দেন নির্মাতা নুরুল আলম আতিক।

ইতিমধ্যে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। আর দেরি না করে এ বছরই ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি দিতে চান আতিক। জানালেন, স্বাধীনতার ৫০ বছরেই ছবিটি দেখানোর ইচ্ছা তাঁর। তাই সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বরে মুক্তির। প্রাথমিকভাবে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর।

ছবিটির নির্বাহী প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, ‘নির্দিষ্ট তারিখটি আমরা এখনই ঘোষণা দিচ্ছি না। কিছু প্রক্রিয়া বাকি আছে। সেগুলোর জন্য আরো দুটো দিন লাগবে। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর আমরা ছবিটির মুক্তির তারিখ হিসেবে ভেবে রেখেছি।’

নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা বেশি সংখ্যক মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

‘লাল মোরগের ঝুঁটি’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নুরুল আলম আতিক নিজেই। শুটিং হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহের গৌরীপুরে।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ