ছয় বছর আগে সরকারি অনুদান পেয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৬ সালে শুটিং শুরু হলেও নানা জটিলতায় এতদিন আটকে ছিল ছবিটি। অবশেষে ‘লাল মোরগের ঝুঁটি’র যাবতীয় কাজ শেষ করে গত মাসেই ছবিটি সেন্সরে জমা দেন নির্মাতা নুরুল আলম আতিক।
ইতিমধ্যে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। আর দেরি না করে এ বছরই ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি দিতে চান আতিক। জানালেন, স্বাধীনতার ৫০ বছরেই ছবিটি দেখানোর ইচ্ছা তাঁর। তাই সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বরে মুক্তির। প্রাথমিকভাবে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর।
নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা বেশি সংখ্যক মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’
‘লাল মোরগের ঝুঁটি’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নুরুল আলম আতিক নিজেই। শুটিং হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহের গৌরীপুরে।