ঢাকা: রিয়া চক্রবর্তী বুঝেছেন বলিউডে জায়গা পাওয়া মুশকিল। একে তো সুশান্ত ইস্যু এখনো থেমে নেই। অন্যদিকে নিজের ক্যারিয়ার গ্রাফও যে খুব একটা সুবিধাজনক নয়, সেটা বলা যায়। ক্যারিয়ারে কোনো হিট সিনেমা নেই বললেই চলে। সর্বশেষ তাঁকে দেখা গেছে রুমি জাফরির ‘চেহরে’- সিনেমাতে। অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির মতো বড় তারকাও ছিল এই ছবিতে। সুশান্তের মৃত্যুর ঘটনার পরে ছবির প্রথম ঝলক এবং পোস্টার মুক্তি পায়। কিন্তু সেখানে রিয়ার অনুপস্থিতি নজরে আসে দর্শকদের। সে বিষয়ে চুপ থাকেননি ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত। জানিয়েছেন, রিয়া নির্দোষ বলেই বিশ্বাস তাঁর। তাই ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়নি। বিতর্ক এড়িয়ে যেতে প্রচারে রাখা হয়নি তাঁকে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি।
প্রথমবার নয়, এর আগেও তেলেগু ছবিতে অভিনয় করেছেন রিয়া। ২০১২ সালে ‘তুনিগা তুনিগা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। সংবাদমাধ্যম জানিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে আপাতত বলিউডে কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই পশ্চিম থেকে দক্ষিণে যাত্রা করলেন অভিনেত্রী।