ঢাকা: চলে গেলেন বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক ওয়াসিম। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাসত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ওয়াসিমের বয়স হয়েছিল ৭১ বছর।
ওয়াসিম বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বিছানায় শুয়ে-বসে দিন কাটতো তাঁর। কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপ ও চোখের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবেই ঢাকাই সিনেমায় অভিষেক হয় ওয়াসিমের। সিনেমাটির পরিচালক ছিলেন মোহসিন। তবে পরিচিতি পান মূলত ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমার মাধ্যমে। প্রায় ১৫২টি সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম।