আজ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে মার্ভেলের ইতিহাসে প্রথম এশিয়ান সুপারহিরো চলচ্চিত্র ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এ বছরের ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ছবি মুক্তির তারিখ তিন দফা পেছানো হয়। জনপ্রিয় মার্ভেল কমিকস চরিত্র শ্যাং-চিকে কেন্দ্র করে নির্মিত ছবি এটি। মার্ভেল স্টুডিওজ প্রযোজিত ছবিটির পরিবেশনায় থাকছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স।