হোম > বিনোদন > সিনেমা

‘এখন অভিনয় করে অভিনেতা হতে হয় না, ইন্টারভিউ দিলেই হয়’

চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ইন্টারভিউ দিয়ে তার চেয়ে বেশি অভিনেতা হয়েছে। তাঁর মতে, এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই।

আজ মঙ্গলবার ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ও ইন্টারভিউ দিয়ে। কিছু আছে, যারা কাজ করে পরিচিতি না পেলেও সাক্ষাৎকারের মাধ্যমে বেশ বড় অভিনেতার পরিচিতি পেয়েছে। আর এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে নেই কোনো শ্রদ্ধাবোধ। এ যেন মুই কী হনু রে অবস্থা।’

আহমেদ শরীফ আরও লিখেছেন, ‘বর্তমানের কিছু শিল্পীর কথাবার্তা শুনে অবাক হই, পাগলের মতো কী বলে তারা এসব। অথচ যেকোনো শিল্পীকে সাধারণ মানুষ অনুসরণ করে। তাহলে শিল্পীদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে সাধারণ মানুষ?’

উল্লেখ্য, আহমেদ শরীফ আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’ প্রভৃতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি।

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা