হোম > বিনোদন > সিনেমা

ফের ফেলুদা হচ্ছেন পরমব্রত

গোয়েন্দা, রহস্য গল্প আর ফেলুদা, এনিয়ে সিনেমাপ্রেমীদের বহুদিনের আগ্রহ। বহুবার, বহু পরিচালককের হাত ধরেই পর্দায় হাজির হয়েছেন ফেলুদা, সঙ্গী সেই তোপসে। আর ততবারই আগ্রহের সঙ্গে পর্দায় চোখ রেখেছেন ফেলুদাপ্রেমী দর্শক। ফেলুদার প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন, শাশ্বত। দর্শকদের সেই ভালোবাসার কথা মাথায় রেখেই ফের একবার ফেলুদা সিরিজ নিয়ে আসছে জি ফাইভ।  

এই ফেলুদা সিরিজের পরিচালনা করবেন অরিন্দম শীল। এই সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর তোপসে হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়।

জানা যাচ্ছে ফেলুদা সিরিজের প্রথম সিজনে থাকছে ‘গ্যাংটকে গন্ডগোল’-র গল্প। এদিকে টোটা রায়চৌধুরীকে নিয়ে ফেলুদা সিরিজ বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথম সিজনের পর খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আনতে চলেছেন তিনি। এর আগে পরমব্রতর পরিচালনায় ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে।

সিনেমার পর্দায় প্রথম ফেলুদা হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ফেলুদার ভূমিকায় দেখা গেছে সব্যসাচী চক্রবর্তীকে। এভাবেই বারবার পর্দায় উঠে এসেছে প্রিয় গোয়েন্দা চরিত্র।

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক