গত জুলাইয়ে ‘কাগজ, দ্য পেপার’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন ইমন ও আইরিন। বৃহস্পতিবার থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে। শনিবার দুপুরে ইমনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ট্রেনে। যাচ্ছেন রাজশাহী। বলেন, ‘ট্রেনে শুটিং করতে করতে আমরা রাজশাহী যাব। সেখানকার কয়েকটি লোকেশনেও কাজ হবে।’ এ ছবিতে ইমন অভিনয় করছেন এক লেখকের চরিত্রে। আর মফস্বলের একজন শিক্ষিত মেয়ের চরিত্রে আছেন আইরিন। ‘কাগজ, দ্য পেপার’ ছবিটি বানাচ্ছেন জুলফিকার জাহেদী।