হোম > বিনোদন > সিনেমা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাই আইসিইউতে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরবাইক নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদে বলা হচ্ছে, নিজের স্পোর্টস বাইক চালাচ্ছিলেন সাই ধরম তেজ। এসময় বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে বেশ আঘাত পান সাই।

অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের আইসিইউ তে রয়েছেন এই অভিনেতা।

এক বিবৃতিতে চিকিৎসকরা জানান, অভিনেতার ব্রেন, স্পাইন অথবা অন্য কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাই। চোট গভীর হলেও খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু সফ্ট টিস্যু ইনজুরি হয়েছে। তবে এইমুহূর্তে কোনোরকমের অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

সাইয়ের সড়ক দুর্ঘটনার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে দক্ষিণ ভারতের নামিদামি তারকারাও পোস্ট করেছেন। এরমধ্যে সুপারস্টার চিরঞ্জীব, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর এবং বিজয় দেবরকোন্ডাও রয়েছেন।

চিরঞ্জীবি, পবন কল্যানদের মতো সুপারস্টারদের ভাগনে সাই। আল্লু অর্জুনের চাচাতো ভাই।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ