হোম > বিনোদন > সিনেমা

প্রসূনের ‘প্রিয় সত্যজিৎ’ ছবিতে আহমেদ রুবেল

এই উপমহাদেশে যাঁরা ছবি বানান, তাঁদের অনেকেই সত্যজিৎ রায় দ্বারা অনুপ্রাণিত। কিংবদন্তি এই নির্মাতার জন্মশতবর্ষ চলছে এ বছর। এরই মধ্যে সত্যজিৎ রায়ের গল্প থেকে নেটফ্লিক্স হিন্দি ভাষায় ‘রায়’ নামে একটি সিরিজ বানিয়ে তাঁকে ট্রিবিউট জানিয়েছে। কলকাতা থেকেও তাঁকে নিয়ে তৈরি হচ্ছে দুটি চলচ্চিত্র।

বাংলাদেশের নির্মাতা প্রসূন রহমান উদ্যোগ নিয়েছেন সত্যজিৎকে শ্রদ্ধা জানানোর। ছবি বানানোর চেয়ে সেরা শ্রদ্ধা নিবেদন আর কী হতে পারে! প্রসূন রহমান তাই ‘প্রিয় সত্যজিৎ’ নামে একটি ছবি বানানোর ঘোষণা দিয়েছেন। আর তাতে অভিনয় করবেন আহমেদ রুবেল। প্রসূন জানিয়েছেন, এটি হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সত্যজিতের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

প্রসূন রহমান বলেন, ‘সত্যজিৎ রায় আমাকেও প্রভাবিত করেছেন, তাহলে কেন আমি তাঁকে নিয়ে একটি কাজ করব না। জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমার এ কাজ।’

‘প্রিয় সত্যজিৎ’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন প্রসূন নিজেই। এর দৃশ্যধারণ শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। আর মুক্তি দেওয়া হবে আগামী বছরের ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনে।

নির্মাতা জানিয়েছেন, ছবির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের একটিতে অভিনয় করবেন আহমেদ রুবেল। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত একজন বয়স্ক পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

ছবিতে নানা প্রেক্ষাপটে এবং আবহে সত্যজিৎ রায় থাকবেন। কিন্তু তাঁর চরিত্রে কেউ অভিনয় করবেন না।

ছবির কাহিনি তিন সময়ের তিন চলচ্চিত্রনির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল। অন্য চরিত্রের নাম অপরাজিতা, এই চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচন হয়নি এখনো।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ