হোম > বিনোদন > সিনেমা

পরীমণির রাজ্যর ‘মুখে ভাত’, অতিথি পথশিশু

গত ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হলো রাজ্যের। চিত্রতারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে সন্তানের ‘মুখে ভাত’ উদ্‌যাপন করেছেন তাঁরা। সোনার বাটিতে রাখা ভাত সোনার চামচ দিয়ে ছেলের মুখে তুলে দেন তাঁরা। পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এ তারকা দম্পতি। পরীমণি অবশ্য নিজের জন্মদিনও উদ্‌যাপন করেন পথশিশুদের সঙ্গে।

অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত!’

বাসার ছাদে শামিয়ানা, রঙিন পর্দা ও আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল। পথশিশুদের নিজের হাতে খাবার পরিবেশন করেন পরীমণি।

গত বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের।

জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরীমণি-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়। তাঁরা বিয়ের ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’