হোম > বিনোদন > সিনেমা

নায়কহীন ‘ধাপ্পা’য় একসঙ্গে শ্রাবন্তী-প্রিয়াংকা

১৫ বছর আগে, ২০০৫ সালে টালিউডে প্রথম পা রাখেন প্রিয়াংকা সরকার। ওই বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার আদেশ’। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় শুরু আরও ৮ বছর আগে। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। এই দীর্ঘ বছরে শ্রাবন্তী, প্রিয়াংকা দুজনেই চুটিয়ে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে তাঁদের দেখা হয়েছে। কিন্তু এক ছবিতে, এক ফ্রেমে হাজির হওয়া হয়নি কখনো।

এই প্রথমবার এক ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘ধাপ্পা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী-প্রিয়াংকাকে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আজ থেকে।
টালিউডে এর আগেও নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াংকার পাশাপাশি ‘ধাপ্পা’ ছবিতে কোনো নায়ক নেই। দুই অভিনেত্রীই থাকবেন মুখ্য চরিত্রে।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি ‘ধাপ্পা’। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাবে গল্প। ছবিতে শ্রাবন্তী এমন একটা চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের লোকজনের থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অন্যদিকে প্রিয়াংকাকে দেখা যাবে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে, যখন প্রিয়াংকা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুটিংয়ের জন্য। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। তাঁরা দুজনই উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।

গণমাধ্যমকে পরিচালক অংশুমান প্রত্যুষ বলেন, ‘নির্ভয়া ছবি তৈরি করতে গিয়ে দেখেছি কী অসাধারণ অভিনেত্রী প্রিয়াংকা! আর শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু হচ্ছে ধাপ্পা ছবির যাত্রা।’

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা