পুরনো অনেক বাড়ির সামনে এখনও দেখা যায় নামফলক। ‘সন্ধ্যামালতি’, ‘কলকল্লোল’, ‘পিছুডাক’, ‘উপান্তিক’—বাহারি সে সব নাম! এই নামফলকের গল্প নিয়েই তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘নেমপ্লেট’। সম্প্রতি রাজশাহীতে শেষ হলো ‘নেমপ্লেট’-এর শুটিং। বানিয়েছেন নির্মাতা জীবন শাহাদাৎ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, সৌখিন ফটোগ্রাফার মাহি ছুটি কাটাতে আসে মফস্বল শহরে ফুপুর বাড়িতে। সেখানে ছবি তুলতে গিয়ে একটি বাড়ির সুন্দর নামফলক তার নজরে পড়ে। বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানতে পারে, স্ত্রীকে ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি এই বাড়ির নাম রেখেছিলেন। স্ত্রীর মৃত্যুর পঁচিশ বছর পরও তিনি এই নেমপ্লেটের মধ্যে তাঁর স্মৃতি জিইয়ে রেখেছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেমপ্লেট’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিরা হাসান। আরো আছেন সাবেরা ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শাহরিয়ার চয়ন। প্রযোজনা করেছেন ড্রিম মেকিং প্রোডাকশন।