ঢাকা: হরহামেশাই ওটিটিতে মুক্তি পাচ্ছে বলিউডের বড় বাজেটের সিনেমা। হলিউডও প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষায় থাকেনি। একমাত্র টালিউডই বসে ছিল প্রেক্ষাগৃহ খোলার আশায়। ট্রেলার, ফার্স্টলুক প্রকাশ পেলেও সিনেমা মুক্তির তারিখটা বারবার পিছিয়ে দিচ্ছিলেন প্রযোজকেরা। ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ হালকা হচ্ছে। শর্তসাপেক্ষে খুলেছে বাস, শপিং মল। নিয়ম মেনে শুরু হয়েছে টালিউডের শুটিং। এসবের মাঝখানেই সিনেমার সঙ্গে জড়িত মানুষেরা আশা দেখছেন প্রেক্ষাগৃহে ফিরবে সিনেমা। সেই আশা সঙ্গে নিয়েই পাঁচটি সিনেমা মুক্তির তারিখ জানিয়ে দিল প্রযোজনা সংস্থা এসভিএফ। অন্য প্রযোজকেরাও পরিকল্পনা সাজাচ্ছেন সিনেমা মুক্তির।
কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ঝুলিতে রয়েছে পাঁচটি বড়মাপের সিনেমা। যার জন্য বহুদিন ধরেই মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। পরিচালক বিরশা দাশগুপ্তের সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে ১৩ আগস্ট। সিনেমায় দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল দেবের নতুন সিনেমা ‘গোলন্দাজ’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিনেমা ‘একান্নবর্তী’র ফার্স্টলুক। সিনেমাটি মুক্তি পাবে ৩ নভেম্বর। ‘মিসর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ সিনেমার পর ফের ‘কাকাবাবু’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমার অপেক্ষা তো বহুদিনের। ‘কাকাবাবু’র প্রত্যাবর্তন মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। সদ্য ঘোষণা হয়েছে সৃজিতের নতুন সিনেমা ‘এক্স=প্রেম’–এর। সিনেমার নাম নিয়েও বিতর্ক উঠেছে। তবে এসবের মাঝেই শুটিং শুরুর আগেই ঠিক হয়ে গেল এই সিনেমার মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে ৪ ফেব্রুয়ারি।
সিনেমাপ্রেমীরা আশা করছেন, বছরের শেষ ছয় মাস সরগরম হয়ে থাকবে টালিউড। মুক্তি পাবে একের পর এক বড় বাজেটের সিনেমা।