হোম > বিনোদন > সিনেমা

জয়া ও বাঁধন ছাড়া সবাই পেলেন মনোনয়ন

বিনোদন ডেস্ক

জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরী হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায়। আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য়। এ বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের।

২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে কড়ক সিং, আর তিনটি বিভাগে পেয়েছে খুফিয়া।

জয়া অভিনীত কড়ক সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে জয়ার সহশিল্পী বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, চিত্রগাহক, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মিউজিক অ্যালবাম ও স্টোরিসহ মোট ১১টি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে কড়ক সিং।

‘কড়ক সিং’ সিনেমার দৃশ্যে সহশিল্পীদের সঙ্গে জয়া আহসান। ছবি: সংগৃহীত

নিজে মনোনয়ন না পেলেও কড়ক সিংয়ের এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কড়ক সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কড়ক সিং দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পানিয়নের চোখে সেরাদের তালিকায় ছিলেন জয়া।

জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া, পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে আলি ফজল ও অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এ সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

‘খুফিয়া’ সিনেমায় টাবুর সঙ্গে বাঁধন। ছবি: সংগৃহীত

বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যে মোড়া। খুফিয়ার অক্টোপাস সে। ভালো নাম হেনা রহমান। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটির ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। খুফিয়াও মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল। এতে টাবু ও বাঁধনের চরিত্র দুটি সমকামী দেখানো হয়েছে। তাতে সমালোচনা মুখে পড়েছিলেন বাঁধন।

আরও খবর পড়ুন:

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি