কয়েক বছর আগে ভেঙে কলকাতা শহরের একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভার ভেঙে পড়ার প্রেক্ষাপটে আসছে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’ ছবিতে। টালিউডের একগুচ্ছ তারকাদের নিয়ে গল্প গাঁথবেন পরিচালক পাভেল।
ছবির চিত্রনাট্য এবং সংলাপ লেখা পাভেলের। গল্প লিখেছেন স্বাতী বিশ্বাস এবং পাভেল। বেহালা, জোকা, পার্কস্ট্রীট, নিমতলা, হাওয়া ব্রিজ থেকে শুরু করে কলকাতা শহরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ছবির পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। আর সেই ফ্লাইওভারের সঙ্গে জড়িত কলকাতা শহরের বিভিন্ন স্থান। ভিক্টোরিয়া, শহিদ মিনার, লালবাজার, দক্ষিনেশ্বরের মন্দির, বেলুর মঠ। কলকাতার প্রতীকি যেন ফুটে উঠেছে এই পোস্টারে।
ছবিতে অপরাজিতা আঢ্যকে এক পুলিশ কনস্টেবলের চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্কর দেবনাথ, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, তোতোন, বিশ্বরূপ বিশ্বাস, অমলকান্তি দাস, অনির্বাণ চক্রবর্তী (প্রফেসর শিবাজী মুখোপাধ্যায়ের চরিত্রে), কিরণ দত্ত (বং গাই-এক আইটি কর্মীর চরিত্রে দেখা যাবে), শতাব্দী চক্রবর্তী, সৌরভ দাস(চরিত্রের নাম বাইচুং), ঈশা সাহা, দিতিপ্রিয়া রায়।
বরাবরই সত্যি ঘটনা অবলম্বনে ছবি তৈরি করতে ভালোবাসেন পাভেল। ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই ছবি কার কার দোষে ফ্লাইওবার ভাঙল, কী কী কারণে ভাঙল, সেইটা নিয়ে নয়। বরং ভেঙে যাওয়া ফ্লাইওভার থেকে কীভাবে নতুন রাস্তা তৈরি হচ্ছে জীবনে সেই নিয়েই ছবি কলকাতা চলন্তিকা’। তাঁর কথায়, সারা দেশে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে যা আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তারপরও মানুষ ঘুরে দাঁড়ায়। এখানেও কীভাবে জীবন আবার স্রোতে ফিরছে, তা নিয়েই এই ছবি।
এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে এই ছবি।