অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বড় বাজেটের ছবি ‘দিন : দ্য ডে’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবির পোস্টার উদ্বোধন ও মুক্তির তারিখ জানান অনন্ত জলিল।
এর আগে অনন্ত জানিয়েছিলেন বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পাবে ‘দিন : দ্য ডে’। চলতি বছর শুরুর দিকে ছবিটির ঘোষণা ও হসপিটালিটি পার্টনার হিসাবে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরবিষয়ক এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছিলেন অনন্ত।
অনন্ত বলেন, ‘পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে বাংলাদেশিরা কাজ করেন, সেখানে বাংলা ভাষাতেই মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি আমি।’
যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানসহ চারদেশে শুটিং হওয়া ‘দিন দ্য ডে’ ছবিতে উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট।