হোম > বিনোদন > সিনেমা

নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির শাবনূর

রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে তিনি পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তবে এবার ভক্তদের সামনে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার তিনি হাজির হচ্ছেন ভিন্নরূপে। চিত্রনায়িকা শাবনূর ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন। সেই চ্যানেলে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর 'শাবনূর' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

শাবনূর জানান, এই ইউটিউব চ্যানেলে শুধু তিনিই নন, কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। তাদের মধ্যে শাবনূরের ছেলে আইজানও আছে। আর বাকি দুই খুদে ইউটিউবারের নাম ইহান ও ইনাইয়া।

ইউটিউবের পাশাপাশি শাবনূরকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে বলে প্রকাশিত ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ ছবিতে কাজ করেন শাবনূর। এরপর বেশ কয়েকবার রূপালি পর্দায় ফেরার কথা বললেও আর ফেরা হয়নি তাঁর। ১৯৯৩ সালে 'চাঁদনী রাতে' সিনেমার মধ্য দিয়ে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে। মেরিল-প্রথম আলো পুরস্কারসহ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।

ইউটিউবে শাবনূর প্রকাশিত ভিডিও-

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম