হোম > বিনোদন > সিনেমা

নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির শাবনূর

রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে তিনি পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তবে এবার ভক্তদের সামনে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার তিনি হাজির হচ্ছেন ভিন্নরূপে। চিত্রনায়িকা শাবনূর ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন। সেই চ্যানেলে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর 'শাবনূর' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

শাবনূর জানান, এই ইউটিউব চ্যানেলে শুধু তিনিই নন, কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। তাদের মধ্যে শাবনূরের ছেলে আইজানও আছে। আর বাকি দুই খুদে ইউটিউবারের নাম ইহান ও ইনাইয়া।

ইউটিউবের পাশাপাশি শাবনূরকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে বলে প্রকাশিত ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ ছবিতে কাজ করেন শাবনূর। এরপর বেশ কয়েকবার রূপালি পর্দায় ফেরার কথা বললেও আর ফেরা হয়নি তাঁর। ১৯৯৩ সালে 'চাঁদনী রাতে' সিনেমার মধ্য দিয়ে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে। মেরিল-প্রথম আলো পুরস্কারসহ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।

ইউটিউবে শাবনূর প্রকাশিত ভিডিও-

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’