হোম > বিনোদন > সিনেমা

ডিবিতে কী অভিযোগ দিলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগ দিয়ে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুব ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ দিয়েছি। কার বা কোন পেইজের বিরুদ্ধে অভিযোগ, তা এখনই বলতে চাচ্ছি না।’

চিত্রনায়িকা অপু বলেন, তিনি অনুদানের চলচ্চিত্র ‘লাল শাড়ি’র প্রযোজক। কয়েক দিন আগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়। পরে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছেন গোয়েন্দারা। তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে তিনি ডিবিতে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে।

কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন। সাইবার ক্রাইমের কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন।

ডিবি কার্যালয়ে যাওয়ার পর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন চিত্রনায়িকা অপুর সঙ্গে দুপুরের খাবার খান। খাবার টেবিলে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা