হোম > বিনোদন > সিনেমা

এ সপ্তাহের সিনেমা

নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মধ্যবিত্ত’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বছরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে সিনেমা হলে দেখা যাবে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তানভীর হাসান।

সমাজের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনসংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ওমর মালিক, শমু চৌধুরী, আবদুল্লাহ রানা, সাবেরী আলম, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শবনম পারভীন, আমির সিরাজী প্রমুখ।

গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও ভোগান্তি পোহাতে হয়েছে নির্মাতাকে। গত জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একাধিকবার দেওয়া হয় সংশোধনী। সিনেমার নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সেন্সর বোর্ড সদস্যরা। সংশোধনী মেনে নিলেও নির্মাতা জানিয়েছিলেন, কোনোভাবেই নাম পরিবর্তন করবেন না তিনি। তিনবারের চেষ্টায় গত বছর জুলাইয়ের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

পরিচালক তানভীর হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। মধ্যবিত্ত শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সদস্য সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’

সিনেমার অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটি আমার অভিনীত। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প।’

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’